Cold Fever First aid Presented By Super tv bd সাধারণ সর্দি জ্বর_ জ্বরের প্রাথমিক চিকিৎসা।
সর্দি জ্বর হলে প্রাথমিক চিকিৎসা
https://www.youtube.com/watch?v=c-cSt7RZ85U
সর্দি জ্বর আমাদের দেশের অত্যন্ত পরিচিত একটি রোগ । একে ঠাণ্ডাজনিত সাধারণ সর্দি বলা যায়৷ এ রোগটি সাধারণত ভাইরাসের আক্রমণে হয়ে থাকে৷ যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে (যেমন- অপুষ্টিতে ভোগা শিশু) তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে৷ এই রোগ ঠাণ্ডা-গরমের হঠাৎ পরিবর্তন, ঋতু পরিবর্তনের সময় বেশি দেখা যায়৷ একটানা অতি বর্ষণ, স্যাঁতস্যাঁতে পরিবেশ, খুব ঠাণ্ডা, খুব গরম এ ধরনের অবস্থায়ও এ রোগ হতে পারে । এ রোগ একজনের শরীর থেকে অন্যের শরীরে খুব সহজেই ছড়ায় ।
প্রাথমিক চিকিৎসা :-
➤রোগীকে বিশ্রামে থাকতে হবে ৷
➤ঠাণ্ডা জাতীয় সব কিছু এড়িয়ে চলতে হবে ৷
➤গরম খাবার ও পানীয় বেশি বেশি খেতে হবে ৷ ➤পুষ্টিকর খাবার ও প্রচুর পানীয় গ্রহণ করতে হবে ৷ ➤ভিটামিন-সি জাতীয় খাবার বেশি খেতে হবে ৷
যেমন:-লেবু, আনারস, পেয়ারা, আমলকি ইত্যাদি প্রচুর পরিমাণে খেতে হবে ৷
➤এই রোগটি ছোঁয়াচে হওয়ায় রোগীর সাথে অন্যান্য সুস্থ মানুষের মেলামেশা সাবধানে করতে হবে৷
➤রোগীর ব্যবহৃত তোয়ালে, গামছা, রুমাল ইত্যাদি ব্যবহার করা যাবে না৷
➤রোগী হাঁচি দেয়ার সময় মুখে রুমাল দিতে হবে এবং যেখানে সেখানে কফ, থুথু বা নাকের শ্লেষ্মা ফেলবেন না ৷ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে ঔষুধ সেবন ও ব্যবহারের ক্ষেত্রে রেজিষ্টার চিকিৎসকের পরামর্শ নিন।
No comments