আপনি কি করোনায় পজিটিভ? একদম ভাবনা নেই বাসায় চলুক চিকিৎসা।সুস্থ_হবেন ৩-৪ দিনেই তারিখ-২১মে ২০২০ (বৃহস্পতিবার )

আপনি কি করোনায় পজিটিভ? একদম ভাবনা নেই বাসায় চলুক চিকিৎসা।সুস্থ_হবেন ৩-৪ দিনেই

তারিখ-২১মে ২০২০ (বৃহস্পতিবার ) 


সারা বিশ্বে মোট আক্রান্ত 

সারা বিশ্বে করোনাভাইরাসে(কোভিড-১৯) আক্রান্ত 

মোট আক্রান্ত সংখ্যা, ৪৪৬৬,৯৪৪ জন। 

মোট মৃত্যু সংখ্যা ,          ২৯৯৫০৭ জন।

মোট সুস্থো সংখ্যা,       ১৬৭৮৫৬৩ জন।

সারা বাংলাদেশে  মোট আক্রান্ত 

সারা বাংলাদেশে করোনাভাইরাসে(কোভিড-১৯) আক্রান্ত 

মোট আক্রান্ত সংখ্যা, ২৮৫১১ জন। 

মোট মৃত্যু সংখ্যা ,          ৪০৮ জন। 

মোট সুস্থো সংখ্যা,       ৫৬০২ জন।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৪০৮ জন মারা গেলেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৬১৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ৫১১ জনে।

আপনি কি করোনায় পজিটিভ? একদম ভাবনা নেই বাসায় চলুক চিকিৎসা। সুস্থ হবেন ২-৩ দিনেই


গলা ব্যথা-ই হউক বা কাশি হউক বা সর্দি জ্বর হউক নিয়ে নিন এ পদ্ধতিতে চিকিৎসাঃ—
১) লেবু, আদা, তেজপাতা, লং, এলাচি, দাড়চিনি, একটি পরিস্কার ডেকচিতে পানিতে ফুটাতে থাকুন ১৫ মিনিট। সাথে আস্তা লেবু ২টা।
২) ফুটানো চলাকালে নিরাপদ দূরত্বে থেকে গরম বাষ্প
নাক দিয়ে লম্বা টেনে মুখ দিয়ে বের করতে হবে কমপক্ষে
৫ মিনিট। এভাবে দৈনিক ৪ থেকে ৫ বার গ্রহন করুন।
৩) তারপর এই ফুটন্ত লেবু, আদা, তেজপাতা ইত্যাদির
মিক্স গরম পানি চা’য়ের মতো করে ১ ঘন্টা পরপর পান করতে থাকুন।
৪) নাপা এক্সটেন্ড জাতীয় ঔষধ খেতে পারেন।
৫) ফুসফুসকে ভাল রাখার জন্য বাসায় বা বাসার বারান্দায় বসে মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাসের ব্যয়াম করুন কমপক্ষে দৈনিক দু’বার। নাক দিয়ে লম্বা নিশ্বাস গ্রহন করুন যতোবেশী নিতে পারেন নিন তারপর যতোক্ষণ আটকিয়ে রাখতে পারেন রাখুন। তারপর মুখ দিয়ে আস্তে আস্তে দম ছাড়ুন। এভাবে ১০ বার করুন।
৬) আদা কেটে সামান্য লবন দিয়ে প্লেটে রাখুন। একটু পরপর মুখে দিন।
৭) গরম দুধ, গরম চা, কফি গ্রিন টি আধা ঘন্টা পর পর পান করুন। কোনভাবেই গলা শুষ্ক রাখা যাবেনা।
আপনার ‘কী রোগ হলো’ আপনি বাঁচবেন কি বাঁচবেননা
ভুলেও এসব ভাবনা মাথায় প্রশ্রয় দিবেন না।
মনে রাখবেন মনোবলই হচ্ছে আসল কথা। বনের বাঘে খায়না মনের বাঘে খায়। মনোবল হারালে রোগ প্রতিরোধ
ক্ষমার কমে যায়, তাই মনোবল চাংগা রাখার জন্যে আপনার
যা ভালো লাগে তাই করবেন।
উপরোক্ত পদ্ধতিতে আপনি ২ দিন চিকিৎসা নিলে এটা
পরীক্ষিত সত্য যে তৃতীয় দিনের দিন আপনার করোনা
ভাইরাস কোভিড-১৯ পজিটিভ নেগেটিভ হতে বাধ্য।
ইনশাআল্লাহ। আপনি আল
সুস্থ হয়ে অবশ্যই 

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.