What to do in case of fires and earthquakes. Presented By Super Tv Bd

Beware of fire......!

Things to do before a fire breaks out:-
  • Carelessness is the main cause of fires, so be careful to prevent fires.
  • The root cause of fires;  Electric fires, stove fires and bidis - burning cigarette butts.
  • Therefore check from time to time whether the electrical wire is faultless. 
  • Turn off the oven after cooking.  If you smoke, do it at the designated place and put the rest in a safe place."Check the gas line from time to time.
  • Write down the phone number of your nearest fire station in the place of interest.  Phone number of Chittagong Divisional Fire Control Room:
  • Chittagong: 031-617327-6, 2521150-3 Phone number of CEPZ Fire Station:  031-600419 Mobile number of CEPZ Fire Station: Use KPZ I, R - 031-25  .
  • Never move with an electrical connection to the iron. 
  • Receive firefighting, rescue and first aid training from the fire service. 
  • Quit smoking in mill factories and put up warning pastes.

Things to do in case of fire:- 
  • Don't be upset or panic, stay calm.
  • First try to find out where the fire is, how many floors it really is, whether there is a fire.
  • Try to put out the fire in the initial stage without shouting.  Inform the fire service immediately along with the fire nibpin in the initial stage.
  • At the beginning of the fire, throw water on the spark (except for oil, chemical and metal fires).
  • Soak a blanket, katha, sack or mat cloth in oil fire.
  • Turn off the main switch when the electric fire is fast.
  • Turn off the gas supply.
  • If your clothes catch fire, stop, sit down, roll on the ground.
  • Stop the spread of fire.  Remove nearby combustibles.
  • Many people at the fire station became very enthusiastic / upset and dragged the fire service's fire fighting equipment.  But they do not know how to use them.  As a result, work is disrupted.
  • Let the members of the fire service work without any worries.
  • Not burned in fire Most people have died in garment fire accidents by being trampled while jumping or jumping from above in fear.
  • So if you are sure to catch fire, gradually get down slowly.
  • Keep in mind that it will take two to three hours for a fire to spread in a 5 storey garment but it will take 15 to 20 minutes for the workers to come out in an orderly manner.
  • If a fire breaks out on the third floor, first give the people on that floor an orderly and systematic way out, especially the children (potentially female children, the elderly, the branch staff, the branch head, the security guard).  Then people from four and five floors will come out.
  • Distance from fire station to fire service station, traffic congestion is not.  Due to the road, etc., the fire service vehicle may be late to reach the fire site.
  • In addition to fires and any accidents, natural disasters, take the help of the fire service to transport Macabelao Ragei.
আগুন থেকে সাবধান......!
অগ্নিকান্ডে  আমাদের করণীয় 
আগুন লাগার পূর্বে করণীয় :-
  • অসাবধানতাই অগ্নিকান্ডের প্রধান কারণ অতএব অগ্নি প্রতিরােধে সতর্ক হােন ।
  • অগ্নি কান্ডের মূল কারন ; বৈদ্যুতিক গােলযােগ , চুলার আগুন ও বিড়ি - সিগারেটের জলন্ত টুকরো।
  • অতএব বৈদ্যুতিক তার ত্রুটিমুক্ত কিনা মাঝে মধ্যে পরীক্ষা করুন । 
  • রান্নার পর চুলা নিভিয়ে ফেলুন । ধূমপান করলে নির্ধারিত স্থানে করুন এবং অবশিষ্ট অংশ নিভিয়ে নিরাপদ স্থানে ফেলুন । * গ্যাসলাইন ক্রটিমুক্ত কিনা মাঝে মধ্যে পরীক্ষা করুন ।
  • দর্শনীয় স্থানে আপনার নিকটস্থ ফায়ার স্টেশনের ফোন নাম্বার লিখে রাখুন ।
  • ➤➤চট্টগ্রাম বিভাগীয় ফায়ার কন্ট্রোল রুমের ফোন নম্বর :-চট্টগ্রাম : ০৩১-৭১৬৩২৬-৭ , ২৫২১১৫০-৩
  • ➤➤ সিইপিজেড ফায়ার স্টেশনের ফোন নাম্বার :-০৩১-৮০০৪১৯
  • ➤➤সিইপিজেড ফায়ার স্টেশনের মােবাইল নাম্বার : কেইপিজেড আই , আর - ০৩১-২৫০১৪৬৪ 
  • খােলা বাতির ব্যবহার পরিহার করুন ।
  • ইস্ত্রিতে বৈদ্যুতিক সংযােগ রেখে কখনাে সরে যাবেন না । 
  • ফায়ার সার্ভিস হতে অগ্নি নির্বাপন , উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ গ্রহন করুন । 
  • মিল কলকারখানায় ধূমপান বর্জন করুন এবং সতর্কীকরণ পােষ্টার লাগান ।

আগুন লাগলে করণীয়
  • বিচলিত বা আতংকগ্রস্থ হবেন না , ধীর স্থির থাকুন ।
  • প্রথমে আগুন কোথায় , কয় তলায় সত্যিই , আগুন কিনা জানার চেষ্টা করুন ।
  • চিকার চেচামেচি না করে প্রাথমিক অবস্থায় আগুন নির্বাপনের চেষ্টা করুন ।
  • প্রাথমিক অবস্থায় আগুন নিবপিন সহ সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকেও খবর দিন ।
  • আগুনের সূচনাতেই অগ্নিস্ফুলিঙ্গের উপর (তৈল ,রসায়ন ও মেটাল জাতীয় হলে আগুন ছাড়া ) পানি নিক্ষেপ করুন ।
  • তৈল জাতিয় আগুনে কম্বল , কাথা , ছালা বা মােটা কাপড় ভিজিয়ে চাপা দিন । 
  • বৈদ্যুতিক আগুন দ্রুত হলে মেইন সুইচ বন্ধ করুন । 
  • গ্যাস সরবরাহ বন্ধ করুন ।
  • পরনের কাপড়ে আগুন লাগলে থামুন , বসে পড়ুন , মাটিতে গড়াগড়ি দিন ।
  • আগুনের বিস্তার রােধ করুন । আশেপাশের দাহ্যবস্তু সরিয়ে নিন । 
  • অগ্নিকান্ডস্থলে অনেকই অতি উৎসাহী / বিচলিত হয়ে ফায়ারসার্ভিস এর অগ্নিনির্বাপনি সরঞ্জাম নিয়ে টানা হেঁচড়া করেন । অথচ তারা এগুলাের ব্যবহার জানেন না । ফলে কাজে বিঘ্ন সৃষ্টি হয় ।
  • ফায়ার সার্ভিস বাহিনীর সদস্যদের নির্বিগ্নে কাজ করতে দিন ।
  • আগুনে পুড়ে নয় গার্মেন্টস অগ্নি দুর্ঘটনায় বেশিরভাগ মানুষ মারা গেছেন হােড়া হুড়ি করে বেড়ােনোর  সময় পদদলিত হয়ে অথবা ভয়ে উপর থেকে লাফ দিয়ে ।
  • সুতরাং আগুন লাগা নিশ্চিত হলে পর্যায়ক্রমে ধীরে সুস্থে নেমে আসুন ।
  • মনে রাখবেন ৫ তলা বিশিষ্ট একটি গার্মেন্টসে আগুন ছড়িয়ে পড়তে দুই তিন ঘন্টা সময় লাগবে কিন্তু     সুশৃংখলভাবে শ্রমিক কর্মচারীদের বেরিয়ে আসতে সময় লাগবে বড়জোড় পনের - বিশ মিনিট ।
  • আগুন উর্ধ্বমূখী তিনতলায় আগুন লাগালে প্রথমে সেই তলার লােকজন কে সুশৃংখল ও পদ্ধতিগতভাবে লােকজন বিশেষ করে ( সন্তান সম্ভাবা মহিলা শিশু , বৃদ্ধ , শাখার কর্মচারী , শাখা প্রধান , নিরাপত্তা কর্মি )আগে বেরিয়ে আসার সুযােগ দিন ।
  • এরপর চার ও পাঁচ তলার লােকজন বেরিয়ে আসবে ।
  • অগ্নিকান্ডস্থল থেকে ফায়ার সার্ভিস স্টেশনের দুরত্ব , যানজট অপ্রশস্থ  রাস্তা ইত্যাদি কারণে ফায়ার সার্ভিসের গাড়ী অগ্নিকান্ডস্থলে পৌছাতে দেরি হতে পারে ।  অগ্নিকান্ড ছাড়া ও যে কোন দুর্ঘটনা , প্রাকৃতিক দুর্যোগ মােকাবেলাও রােগী পরিবহনের জন্য 
  • ফায়ার সার্ভিস এর সাহায্য নিন ।

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.