বিশাক্ত পোকা কামড়ালে প্রাথমিক চিকিৎসা Presented By SUPER TV BD

 বিশাক্ত পোকা কামড়ালে প্রাথমিক চিকিৎসা


পাঠ - ১

পোকার কামড়ের স্থানে পরিষ্কার পানি কিংবা সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে জায়গাটা।

যদি সেখানে চুলকায় আর ফুলে ওঠে, বয়স অনুযায়ী হিসটামিন গ্রুপের ওষুধ ক্ষেতে হবে চিকিৎসকের পরামর্শমতো।

আর বেশি ফুলে যাওয়ার সঙ্গে যদি শ্বাসকষ্ট থাকে, তবে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে রোগীকে।

পাঠ - ২

বিষাক্ত পোকার কামড়ের স্থানে বরফ দেওয়া যেতে পারে। প্রয়োজনে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং ক্ষত স্থানে এন্টিসেপটিক লোশন প্রয়োগ করুন। সাপের কামড়ের ক্ষেত্রে দাঁতের দাগ দেখে চিনতে চেষ্টা করতে হবে, সাপটি বিষাক্ত কি না। বিষধর সাপের ক্ষেত্রে দুই সারি দাঁতের দাগের বাইরে আরো দুটি দাগ দেখা যাবে। সাপের কামড়ের কয়েক ইঞ্চি উপরে কাপড় বা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিতে হবে যাতে রক্ত চলাচল কমে যায়। প্রয়োজনে সাপের কামড়ের স্থানে কেটে নিয়ে রক্ত শুষে ফেলতে হবে_ তবে পদ্ধতিটি অবশ্যই শিখে নিতে হবে।

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.