গলা, বুক জ্বলা পোড়া হলে প্রাথমিক চিকিৎসা। Presented By SUPER TV BD

গলা,বুক জ্বলা পোড়া হলে ?





প্রচারেঃ- সুপার টিভি বিডি।

তথ্য সংগ্রহঃ-
ভুল  ক্ষমা প্রার্থনায়ঃ-মো:সুমন আহাম্মেদ।

➤গলা, বুক জ্বলা পোড়া হলে প্রাথমিক চিকিৎসা

➤ ঠাণ্ডা তরল খাবার পরিমাণমতো যেমন ঠাণ্ডা দুধ পান করতে হবে
➤ গরম বা দানাদার খাবার যেমন ভাত-রুটি খাওয়ানো যাবে না
➤ গলা, বুক জ্বলে যাওয়ার অনুভূতি হলে কয়েক চামচ অ্যান্টাসিড সাসপেনশন খাওয়ানো যেতে         পারে। তবে অনেক ক্ষেত্রে সাসপেনশন খাওয়ালে আবার বমি শুরু হয়
➤ রোগীকে শোয়ানোর সময় পা একটু ওপরে রাখলে ভালো হয়।
    তবে এগুলো তাৎক্ষণিক ব্যবস্থা, কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নয়। তাই অবশ্যই রোগীকে নিকটস্থ         চিকিৎসা সেবাকেন্দ্রে বা চিকিৎসকের কাছে নিতে হবে।

➤প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে ➤ঔষুধ সেবন ও ব্যবহারের ক্ষেত্রে রেজিষ্টার চিকিৎসকের পরামর্শ নিন।

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.