মুখ দিয়ে বা নাক দিয়ে রক্ত পড়তে থাকলে প্রাথমিচিকিৎসা। Presented By SUPER TV BD
মুখ বা নাক দিয়ে রক্ত পড়তে থাকলে ?
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1dOoEyh77OUPiQAS6MGNI0N3h50Uy0Bg8fs0c_39q573eQAMX7WWjcNbflRdXhnNikp2yYD83lHoPbdnzPc0qcgtGxQUA_-36Owh-i95OlULZ_hrVksfMfXfC-08tfiNcysak3Wod1N4/s200/Vintage_1586688990056_20200412170206866.jpg)
প্রচারেঃ- সুপার টিভি বিডি।
তথ্য সংগ্রহঃ-
ভুল ক্ষমা প্রার্থনায়ঃ-মো:সুমন আহাম্মেদ।
মুখ দিয়ে বা নাক দিয়ে রক্ত পড়তে থাকলে প্রাথমিচিকিৎসা
রক্ত হলো এক প্রকার তরল পদার্থ। এর রং লাল। হিমোগ্লোবিন নামক লাল রঞ্জক পদার্থের উপস্থিতিতে রক্তের রং লাল দেখায়। শরীরের কোনো স্থানে আঘাতের ফলে বা কেটে গেলে যে ক্ষতের সৃষ্টি হয়, এবং সেই ক্ষত হতে যে রক্ত বের হয়, তাকে রক্তক্ষরণ বা রক্তপাত বলে। বিভিন্নভাবে রক্তক্ষরণ হতে পারে যেমন-
১। মুখ দিয়ে রক্ত পড়া :
--------------
--------------
মুখের ভিতরের যেকোনো অংশ থেকে রক্তপাত হলে বরফ চুষতে হবে। তাহলে রক্তপাত বন্ধ হবে। এরপর রোগীকে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে।
২। নাক দিয়ে রক্ত পড়া :
---------------
---------------
আঘাতজনিত বা অন্য কোনো কারণে কারো নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলে তৎক্ষণাৎ তাকে চিত করে শোয়াতে হবে অথবা বসিয়ে মাথা পেছনের দিকে হেলিয়ে রাখতে হবে। কাপড়চোপড় ঢিলা করে দিতে হবে। নাকের সামনে ও ঘাড়ের পিছনে ঠাণ্ডা কমপ্রেস দিতে হবে। তখন মুখ দিয়ে শ্বাসকার্য চালাতে হবে। রক্তপাত বন্ধ হবার পরও কিছুক্ষণ নাকের ছিদ্রপথে তুলো দিয়ে রাখতে হবে।
প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে
ঔষুধ সেবন ও ব্যবহারের ক্ষেত্রে রেজিষ্টার চিকিৎসকের পরামর্শ নিন।
No comments