দুর্ঘটনায় আহত হলে / জ্ঞান হারালে প্রাথমিক চিকিৎসা। Presented By SUPER TV BD

 দুর্ঘটনায় আহত হলে / জ্ঞান হারালে ?



➤দুর্ঘটনায় আহত হলে / জ্ঞান হারালে প্রাথমিক চিকিৎসা

🔺পাঠ ১


আহত ব্যক্তিকে দুর্ঘটনাস্থান থেকে নিরাপদ জায়গায় আনতে হবে।
ঠিক ঠাক শ্বাস প্রশ্বাস নিতে পারছেন কিনা সে দিকে খেয়াল রাখতে হবে।
নাকে মুখে রক্ত থাকলে এবং তা শ্বাস প্রশ্বাস এ বাধার সৃষ্টি করলে তা পরিষ্কার করে দিতে হবে।
ভীড় কমিয়ে পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা করতে হবে।
যদি সম্ভব হয় অক্সিজেন এর ব্যবস্থা করতে হবে।
কোনো ক্ষত স্থান হতে রক্ত পড়তে থাকলে চেপে ধরে তা বন্ধ করার চেষ্টা করতে হবে।
যদি বোঝা যায় কোনো হাড় ভেঙ্গে গেছে তবে সেই স্থান ধরে টানা হেচড়া করা যাবে না।
দ্রুত হাসপাতালে নেবার ব্যবস্থা করতে হবে।

🔺পাঠ ২


দেহের স্নায়ুতন্ত্রের কাজের বিঘ্ন ঘটলে রোগীর জ্ঞান লুপ্ত হয়ে যায়। এ অবস্থাকে অজ্ঞান বা অচেতন অবস্থা বলে। বিভিন্ন কারণে মানুষ অজ্ঞান হয় যেমন- রোগবশত, দুর্ঘটনাজনিত, বিষক্রিয়াজনিত এবং তাপের তারতম্যজনিত কারণে।
১। রোগীকে ফাঁকা ও বায়ুপূর্ণ স্থানে নিয়ে যেতে হবে।

২। রোগীর জামা-কাপড়, জুতা, মোজা, কৃত্রিম দাঁত থাকলে খুলে নিতে হবে।

৩। রোগীকে চিৎ করে শুইয়ে পর্যবেক্ষণ করে কী করণীয় তা স্থির করতে হবে।

৪। লোক বেশি হলে সরাতে হবে।

৫। রক্তক্ষরণ হলে তার প্রতিবিধান করতে হবে।

৬। কোনো উত্তেজক পানীয় বা খাদ্য খাওয়ানো যাবে না।

৭। বিষজনিত কারণে অজ্ঞান হলে রোগীকে উপুড় করে বুকের নিচে বালিশ দিয়ে শুইয়ে দিতে হবে। রোগীর দুটি পা হাঁটু হতে উপরের দিকে ভাঁজ করে দিতে হবে।

৮। জ্ঞান ফেরার জন্য মুখে পানির ঝাপটা দিতে হবে। গরম চা বা কফি খাওয়াতে হবে।

৯। যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে ডাক্তারের কাছে নিতে হবে। অথবা


এই রূপ কোন অবস্থার উত্পত্তি হলে, চোখে মুখে পানির ঝাপটা দিন, যদি কারো কাছে বডি স্প্রে বা পারফিউম জাতিয় কিছু থাকে তাহলে ঐ রোগীর নাকের কাছে কিছুক্ষণ স্প্রে করতে থাকেন তাহলে দেখবেন সে জ্ঞান ফিরে পাবে।

➤প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে

➤ঔষুধ সেবন ও ব্যবহারের ক্ষেত্রে রেজিষ্টার চিকিৎসকের পরামর্শ নিন।

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.