Things to do Before an earthquake, During an earthquake, and After an earthquake.? Presented By Super Tv Bd ভুমিকম্পের পূর্বে, ভুমিকম্পের সময়ে, এবং ভূমিকম্পের পরবর্তি করণীয়.?



👉Things to do before an earthquake:
 An earthquake is a serious natural disaster.  Although the forecast of the earthquake is not known, it is possible to reduce the amount of loss of life and property from this catastrophic disaster if knowledge and skills are acquired about what to do.  Therefore, it is necessary to create public awareness in order to "win the fear of earthquakes". Earthquakes do not injure people themselves but are man-made.  Find out the emergency exit routes and safe havens for the house. Write down the emergency agency phone numbers in a visible place. 
 Also check the gas and power lines regularly.  Keep up the good work. Learn how to deal with earthquakes. Learn about everyone's responsibilities. Don't put heavy and fragile items on shelves.  Anything that can be found near you, such as pillows, blankets, books, pots, etc., or if you can't find anything at hand, with your bare hands on your head, the per-determined safe  If it is possible to get out of the place in 20-30 seconds to take shelter, get out quickly.  Take refuge in the playground.  If you are in the kitchen, get out quickly.  If it is not possible to get out in 20-30 seconds and there is no playground, a per-determined safe place like a hard stick.  Or take shelter under a table, in a corner of a room with a staircase or on the side of a beam / column.  
➤ Do not go to the window, and do not use the elevator under any circumstances.  
➤ Stay away from trees, multi-story buildings, electricity poles, etc. when outdoors. 
➤ Avoid excessive movement when pressed against a broken wall and cover your nose and mouth to prevent dust from entering the trachea.  If there is an earthquake while the vehicle is moving, turn off the engine at the playground on the side of the road and get in the position of the vehicle. 
  Keep a charged mobile at hand.


👉Things to do during an earthquake:

➤ Keep the head steady without shaking for 30-40 seconds.  First, to protect your head, take whatever you can get your hands on, such as pillows, blankets, books, pots, etc., or if you can't find anything at hand, get out of your per-determined safe place with your bare hands in 
➤ 20-30 seconds.  .  Take refuge in the playground. 
➤ If you are in the kitchen, get out quickly.  
➤ If it is not possible to get out in 20-30 seconds and there is no playground, per-determined safe place like hardwood.  Or take shelter under a table, in a corner of a room with a staircase or on the side of a beam / column.
➤ Do not go to the window, and do not use the elevator under any circumstances.  
➤ Stay away from trees, multi-stores buildings, electricity poles, etc. when outdoors.  
➤ Avoid excessive movement when pressed against a broken wall and cover your nose and mouth to prevent dust from entering the trachea.
➤ If there is an earthquake while the vehicle is moving, turn off the engine at the playground on the side of the road and get in the position of the vehicle.  # Keep a charged mobile at hand.

👉Things to do after an earthquake:-

 Once there is a tremor, there may be another tremor.  So stay in a predetermined safe place as soon as the first vibration occurs. 
 Remember that life is worth a lot more than wealth so don't re-enter the house in the hope of valuable wealth.  
 If you smell gas or any other chemical.  Keep a safe distance if possible.  
 If possible, use radio to get emergency information and mobile to provide information.  
 Don't waste energy when pressed under heavy objects.  
 Arrange for first aid if someone is injured.  
➤ Do not remove injured or debris if not trained.  Stay away from the rescue agency 
 damaged building bridge infrastructure.  
 Store dry food at home.  
 By making a sound or hitting an object when trapped under a rubble, or by making a red flag.  Draw the rescuer's attention by displaying the cloth.

👉ভুমিকম্পের পূর্বে করনীয় : 
ভুমিকম্প একটি মারাত্বক প্রাকৃতিক দুর্যোগ । ভূমিকম্পের পূর্বাভাস জানা না গেলেও এর করণীয় সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করা গেলে এ মারাত্বক দুর্যোগের হাত থেকে জান ও মালের ক্ষয়ক্ষতির পরিমান কমিয়ে আনা সম্ভব । সুতরাং “ ভূমিকম্পের ভয় করতে হবে জয় " এ লক্ষে গণসচেনতা সৃষ্টি করতে হবে । ভূমিকম্প নিজে মানুষকে আঘাত করে না বরং মানুষরে তৈরী । দূর্বল অপরিকল্পিত স্থাপনা ভেঙ্গে পড়ে বা অসাবধানে রাখা আসবাবপত্র পড়ে গিয়ে মানুষকে আহত বা নিহত করে ।
➤ অতএব ভবন নির্মাণে বিল্ডিং কোড মেনে চলুন । ঘর হতে বের হওয়ার জরুরী নির্গমন পথ সমূহ এবং নিরাপদ আশ্রয়স্থল জেনে রাখুন । জরুরী সংস্থার ফোন নাম্বার সমূহ দৃশ্যমান স্থানে লিখে রাখুন  নিয়মিত গ্যাসও বিদ্যুৎ লাইন পরীক্ষা করুন ।
➤ ভবনে রক্ষিত হেলে বা ছিটকে পড়ার মতাে আসবাবপত্র দেয়ালের সাথে হুক বা অ্যাংগেল দিয়ে আটকে রাখুন ।
➤ ভূমিকম্প মােকাকেলায় করণীয় সম্পর্কে প্রশিক্ষন গ্রহন করুন । প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জানুন । ভারীও ভঙ্গুর জিনিসপত্র তাকের উপর না রেখে নীচে রাখুন

ভুমিকম্পের সময়ে করনীয় :-
ভূমিকম্পের স্থায়িত্বকাল মাত্র ৩০-৪০ সেকেন্ড বিচলিত না হয়ে মাথা স্থির রাখুন । প্রথমে নিজের মাথাটাকে সুরক্ষিত রাখার জন্য হাতের কাছে যা পাওয়া যাবে যেমন বালিশ , কম্বল , বই হাড়িপাতিল ইত্যাদি কিংবা হাতের কাছে কিছু পাওয়া না গেলে খালি দুহাত মাথায় দিয়ে পূর্ব নিধারিত নিরাপদ স্থানে আশ্রয় নিতে ২০-৩০ সেকেন্ড এর মধ্যে বেরিয়ে আসা সম্ভব হলে দ্রুত বের । হয়ে খােলা স্থানে আশ্রয় নিন । রান্নাঘরে থাকলে দ্রুত বেরিয়ে আসুন । ২০-৩০ সেকেন্ড এর মধ্যে বেরিয়ে আসা সম্ভব না হলে এবং খােলাস্থান না থাকলে পূর্ব নিধারিত নিরাপদ স্থান যেমন শক্ত খাঠ । বা টেবিলের নীচে , সিড়ি ঘরে রুমের কর্ণারে অথবা ভিম / কলামের পার্শ্বে বসে আশ্রয় নিন । 
➤ জানালার কাছে যাবেন না , এবং কোন অবস্থায় লিফট ব্যবহার করবেন না । 
➤ ঘরের বাইরে থাকলে গাছ , বহুতল ভবন , বিদ্যুৎতের খুটি ইত্যাদি থেকে দূরে থাকুন । 
➤ ভাঙ্গা দেয়ালে চাপা পড়লে বেশি নড়াচাড়া হতে বিরত থাকুন এবং শ্বাসনালীতে যাতে ধুলাবালী না ঢুকে সে জন্য নাক মুখ ঢেকে রাখুন । যানবাহন চলাচলরত অবস্থায় ভুমিকম্প হলে রাস্তার পার্শ্বে খােলা জায়গায় ইঞ্জিন বন্ধ করে গাড়ির মধ্যে অবস্থায় নিন । 
➤ চার্জযুক্ত মােবাইল হাতের কাছে রাখুন ।

ভূমিকম্পের পরবর্তি করণীয় : 
➤ একবার কম্পন হওয়ার পর আবার ও কম্পন হতে পারে । সুতরাং প্রথমবার কম্পন হওয়ার সাথে সাথেই পূর্বনির্ধারিত নিরাপদ স্থানেই অবস্থান করুন । 
➤ মনে রাখবেন সম্পদের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই মূল্যবান সম্পদের আশায় পুণরায় ঘরে প্রবেশ করবেন না । 
➤ গ্যাস বা অন্য কোন রসায়নিক দ্রব্যের গন্ধ পাওয়া গেলে । সম্ভব হলে নিরাপদ দূরুত্ব অবস্থান করুন।
➤ সম্ভব হলে জরুরী তথ্য পাওয়ার জন্য রেডিও এবং তথ্য দেওয়ার জন্য মােবাইল ব্যবহার করুন ।
 ভারী বস্তুর নীচে চাপা পড়লে অযথা শক্তি অপচয় করবেন না । 
➤ কেউ আহত হলে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করুন ।
 প্রশিক্ষিত না হলে আহত বা ধ্বংসস্তুপ সরাবেন না । উদ্বারকারী সংস্থাকে
➤ ক্ষতিগ্রস্থ্য ভবন ব্রিজ অবকাঠামাে হতে দূরে থাকুন । 
➤ ঘরে শুকনাে খাবার সংরক্ষণ করুন । 
➤ ধ্বংসস্তুপের নীচে আটকা পড়ালে আওয়াজ করে বা কোন বস্তুতে আঘাত করে শব্দ সৃস্টির মাধ্যমে অথবা লাল পতাকা । অথবা কাপড় প্রদর্শন করে উদ্বারকর্মীর দৃষ্টি আকর্ষণ করুন ।

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.