চর্ম রোগ , ত্বকের সমস্যা ও প্রাথমিক চিকিৎসা Presented By SUPER TV BD

 



চর্ম রোগ , ত্বকের সমস্যা ও প্রাথমিক চিকিৎসা

চর্মরোগ বা ত্বকের সমস্যা বাংলাদেশের সবশ্রেণীর মানুষের জন্য সাধারণ সমস্যা। যারা বেশী অপরিষ্কার, অপরিছন্ন, ঘনবসতিপূর্ণ পরিবেশে থাকে ও নিজেও অপরিচ্ছন্ন থাকে তাদের ক্ষেত্রে ত্বকের সমস্যা বেশী দেখা দেয়। কয়েকটি সাধারণ চর্মরোগ হচ্ছে : পাঁচড়া, খুঁজলি ও দাদ।

➤➤পাঁচড়া :

👉শিশুদের মধ্যে এই রোগ বেশী দেখা যায় ।

👉পাঁচড়ায় যে সব জায়গা আক্রান্ত হয় :

আঙ্গুলের মাঝখানে, কব্জিতে, কোমরের চারদিকে, যৌনাঙ্গের আশেপাশে, শরীরের অন্যান্য অংশেও ছোট ছোট ফুঁসকুড়ি দেখা যায়।

➤➤ চর্ম রোগের লক্ষণ :



আক্রান্ত স্থানে সবসময় চুলকানীর ভাব অনুভূতি হয়, না চুলকিয়ে থাকা যায় না ,চুলকাতে চুলকাতে চামড়া উঠে যায়, ফুসকুড়ি গুলোতে পুঁজ/পানি জমে , পুনরায় চুলকালে পুঁজ ছড়িয়ে পড়ে ও চুলকানী অন্যান্য জায়গায় ছড়িয়ে যায়, ব্যথায় শরীরে জ্বর আসে ।

➤➤ চিকিৎসা :

👉পরিষ্কার পরিছন্ন কাপড় চোপড় ব্যবহার করলে খোসপাঁচড়া হবে না।

👉প্রতিদিন গোসল করতে হবে।

👉গরম পানি দিয়ে গোসল করতে হবে।

👉গরম পানিতে নিম পাতা দিয়ে সিদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলেও উপকার পাওয়া যাবে।

👉চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে।

➤➤ খুজলির লক্ষণ :-

👉 দুই আঙ্গুলের মাঝখানে ছোট দানার মত হয়

👉 যৌনাঙ্গে ছোট দানার মত দেখা যায়। শরীরের অন্যান্য অংশে বিশেষ করে চামড়ার ভাঁজে একই ভাবে দেখা যায়

👉 দানা চাপ দিলে পানিবের হয়

👉 ভীষণ চুলকায়

👉 চুঁলকালে আক্রান্ত জায়গায় প্রদাহ হয় ও পুঁজ জমে

➤➤ চিকিৎসা :

👉 পরিষ্কার পরিছন্ন কাপড় চোপড় ব্যবহার করতে হবে

👉 ব্যক্তিগত পরিছন্নতা বজায় রাখতে হবে

👉চিকিৎকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে

প্রতিরোধ :

👉 পাঁচড়া ও খঁজলির ক্ষেত্রে রোগীকে আলাদা রাখা

👉 পরিষ্কার পরিছন্নতা বজায় রাখতে হবে

👉 দূষিত পুকুরের পানিতে গোসল না করা

👉 দৈনন্দিন পরিধেয় কাপড় পরিষ্কার রাখা

👉 নখ কেটে ছোট রাখা

👉 গামছা, বিছানা ও বালিশ পরিষ্কার রাখা

👉 পাঁচড়া ও খঁজলি সেরে গেলে রোগীর কাপড় চোপড় বিছানাপত্র ভাল ভাবে পরিষ্কার করে ধুয়ে দেওয়া

➤➤ দাউদ :-

শরীরের যে কোন জায়গা ফাংগাস দ্বারা আক্রান্ত হতে পারে অধিকাংশ ক্ষেত্রে যাকে দাউদ বলা হয়। এই আক্রমণ মাথার চামড়ায়, হাত-পায়ের আঙ্গুলের ফাঁকে, কুঁচকিতে হতে পারে। এটা খুব ছোঁয়াচে রোগ।

➤➤ লক্ষণ :-

👉আক্রান্ত স্থান চাকার মত গোলাকার হয়, এবং চুলকায় ।

👉মাথায় দাদ দেখতে গোলাকার হয়, আক্রান্ত স্থানে চুল কমে যায় এবং প্রায়ই থাকে না ।

👉 হাত বা পায়ের নখে ফাংগাস আক্রান্ত করলে নখের উপরিভাগ পুরু হয়, এবং মসৃণতা নষ্ট হয় ।

👉 নখের পাশে পনি জমে যায় এবং অনেক সময় নখ ভেঙ্গে যায় ।

➤➤প্রতিকার :

⃞⃟   সাবান ও পানি দিয়ে প্রতিদিন ধোয়াই দাদ থেকে মুক্তি পাবার সহজ উপায়

⃞⃟   আক্রান্ত স্থান শুকনো রাখা জরুরী

⃞⃟   চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে

⃞⃟   অনেক সময় ব্যবহৃত সাবান থেকেও দাদ হতে পারে। সেক্ষেত্রে সাবান ব্যবহার কিছুদিন বন্ধ রাখতে হবে

➤➤প্রতিরোধ ব্যবস্থা :-

⃞⃟   ফাংগাস আক্রান্ত ছেলেমেয়েদের অন্য কোন সুস্থ্য ছেলেমেয়েদের সঙ্গে একত্রে খেলতে বা ঘুমাতে দেয়া উচিত নয়

⃞⃟   রোগীর ব্যবহৃত কাপড় চোপড় ও চিরুণী ভাল ভাবে পরিষ্কার না করে অন্য কারো ব্যবহার করা উচিত নয়

⃞⃟   রোগ প্রকাশ পাওয়া মাত্র চিকিৎসা করাতে হবে

⃞⃟   পুরুষের চর্ম রোগ

⃞⃟   পুরুষের চর্ম রোগ পুরুষের লিঙ্গ থলিতে অনেক ময়লা বা সাদা হয়ে যাওয়া বা ঘা দেখা দেখা, মেডিক্যাল ভাষায় যাকে চর্ম রোগ বলে ।

➤➤ চর্ম রোগ প্রতিরোধের উপায় কি ?

এই রোগটি সাধারন অপরিস্কার থাকার কারনে বা ভিটামিন সি অভাবে হয়ে থাকে ,তাই ছেলেদের স্বপ্নদোষ হলে সাথে সাথে ধুয়ে পরিস্কার করা উচিৎ অথবা প্যান্টের জাঙ্গিয়া নিচে ঘেমে গেলে তা সবসময় পানি দিয়ে পরিস্কার করা উচিৎ এরোগ হলে অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবার বেশী খেতে হবে। যেমনঃ কমলা বা কমলা তৈরী জুস ইত্যাদি বেশী খেতে হবে রোগটি যাদের বড় আকার ধারন করেছে তারা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।


No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.